Privacy Policy
০১. আমরা যেসব তথ্য সংগ্রহ করি
আপনি যখন আমাদের ওয়েবসাইটে অর্ডার দেন, আমাদের সাথে যোগাযোগ করেন বা যেকোনো কার্যক্রমে অংশগ্রহণ করেন, তখন আমরা আপনার নাম, মোবাইল নম্বর, ইমেইল ঠিকানা, ঠিকানা ইত্যাদি ব্যক্তিগত তথ্য সংগ্রহ করি।
আপনার পূর্বের অর্ডার ও পছন্দের পণ্যের তথ্যও সংরক্ষণ করতে পারি, যাতে আপনার জন্য আরও ভালো কেনাকাটার অভিজ্ঞতা নিশ্চিত করা যায়।
০২. আমরা আপনার তথ্য যেভাবে ব্যবহার করি
আপনার শপিংয়ের অভ্যাস ও পছন্দ বুঝতে এবং সর্বোত্তম পণ্য ও সেবা দিতে আমরা আপনার তথ্য ব্যবহার করি।
এই উদ্দেশ্যে নির্দিষ্ট বিশ্বস্ত তৃতীয় পক্ষের সাথেও আপনার তথ্য শেয়ার হতে পারে যারা আমাদের সাপোর্ট সেবা দেয় বা আমাদের পণ্য ও সেবা মার্কেট করতে সহায়তা করে।
তৃতীয় পক্ষকে চুক্তির মাধ্যমে বাধ্য করা হয়েছে যাতে তারা শুধুমাত্র আমাদের কাজে সহায়তা করার জন্যই আপনার তথ্য ব্যবহার করতে পারে, অন্য কোনো উদ্দেশ্যে নয়।
আইনগত প্রয়োজন, সরকারি অনুরোধ বা আমাদের অধিকার রক্ষার জন্য প্রয়োজন হলে আমরা আপনার তথ্য প্রকাশ করতে পারি।
আপনার সম্মতি থাকলে আমরা সময়-সময় আপনাকে নতুন পণ্য, ক্যাম্পেইন ও অন্যান্য তথ্য জানিয়ে ইমেইল পাঠাতে পারি।
আপনি চাইলে যেকোনো সময় আমাদের ইমেইলের নিচের “Unsubscribe” অপশন ব্যবহার করে এসব আপডেট বন্ধ করতে পারবেন।
০৩. “কুকিজ” ব্যবহারের নীতিমালা
আমাদের ওয়েবসাইটে “Cookies” প্রযুক্তি ব্যবহার করা হয়, যা আপনাকে চিনতে ও আপনার অভিজ্ঞতা ব্যক্তিগত করতে সাহায্য করে।
কুকিজের মাধ্যমে:
-
আপনার কার্টে রাখা পণ্য মনে রাখা যায়,
-
আগের পছন্দগুলো সংরক্ষণ করা যায়,
-
সাইটের ট্রাফিক ও ইউজার ইন্টারঅ্যাকশন বোঝা যায়,
-
ওয়েবসাইট ডিজাইন ও সেবা উন্নত করা যায়।
আমাদের তৃতীয় পক্ষের অংশীদারদেরও চুক্তির মাধ্যমে আপনার তথ্য নিরাপদ রাখতে ও শুধুমাত্র আমাদের জন্য ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে।
আপনি চাইলে আপনার ব্রাউজারের সেটিং থেকে কুকিজ বন্ধ করতে পারেন, তবে এতে ওয়েবসাইটের অনেক সুবিধা গ্রহণ করতে পারবেন না।
০৪. তৃতীয় পক্ষের লিংক
আমাদের ওয়েবসাইটে বিভিন্ন ব্র্যান্ড, পার্টনার বা সোশ্যাল মিডিয়ার ওয়েবসাইটের লিংক থাকতে পারে।
এই লিংকগুলো ভিজিট করলে তাদের নিজস্ব প্রাইভেসি পলিসি কার্যকর হবে।
সুতরাং এসব ওয়েবসাইটে যেকোনো তথ্য দেওয়ার আগে তাদের নীতিমালা দেখে নিতে অনুরোধ করা হচ্ছে।
এ বিষয়ক কোনো দায় আমাদের থাকবে না।
০৫. প্রশ্ন ও যোগাযোগ
এই নীতিমালা সম্পর্কে আপনার কোনো প্রশ্ন থাকলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন:
-
ঠিকানা: হীরাঝিল, সিদ্ধিরগঞ্জ, নারায়ানগঞ্জ
-
ইমেইল: support@az-zeenah.com
-
ফোন: 01629395362