About our online store
00 Who We Are
Az-Zeenah বাংলাদেশের আধুনিক ও পর্দানশীল ফ্যাশনের এক নতুন নাম। আমরা শুধুমাত্র একটি বোরকার ব্র্যান্ড নই — আমরা বিশ্বাস, ফ্যাশন এবং আত্মপরিচয়ের এক সম্মিলিত রূপ। আমাদের নিজস্ব ডিজাইন করা বোরকা, আবায়া, হিজাব ও অন্যান্য পণ্য প্রতিটি বয়সের মেয়েদের জন্য তৈরি, যারা চায় নিজস্ব স্টাইল বজায় রেখে সম্মানজনকভাবে নিজেকে উপস্থাপন করতে।
Az-Zeenah প্রতিটি ঋতু ও উৎসবে নিয়ে আসে বিশেষ কালেকশন, যাতে মিশে থাকে আধুনিকতা ও ইসলামী মূল্যবোধের সম্মিলন। আমাদের দক্ষ ডিজাইন টিম এবং গুণগত মানের প্রতি অটল প্রতিশ্রুতি আমাদের প্রতিটি পণ্যে ফুটে উঠে।
আমরা বিশ্বাস করি, আপনি শুধু কাপড় নয় — একটি মূল্যবোধের লাইফস্টাইল বেছে নিচ্ছেন Az-Zeenah এর সঙ্গে।
01 Vision
বিশ্বমানের বোরকা ডিজাইন এবং সর্বোচ্চ মানসম্পন্ন কাপড় সরবরাহের মাধ্যমে ক্রেতাদের সন্তুষ্টি অর্জন করা। পাশাপাশি, সব সময় ক্রেতাদের প্রয়োজনকে অগ্রাধিকার দেওয়া।
02 Mission
Az-Zeenah প্রতিশ্রুতিবদ্ধ:
সর্বোচ্চ মানসম্পন্ন ও ট্রেন্ডি পর্দানশীল পোশাক সরবরাহে।
আমাদের কর্মীদের প্রতি দায়িত্বশীল এবং সম্মানজনক আচরণে।
সময়মতো ডেলিভারি ও উন্নত গ্রাহকসেবার মাধ্যমে ক্রেতা সন্তুষ্টি অর্জনে।
ক্রমাগত নতুনত্ব আনতে, বোরকা, আবায়া, হিজাবসহ ভবিষ্যতের নতুন পণ্যে।
03 Values
আমাদের প্রতিষ্ঠানের মূল স্তম্ভগুলো হলো:
সততা ও বিশ্বাসযোগ্যতা – প্রতিটি পণ্যে ও প্রতিশ্রুতিতে।
সম্মান ও মর্যাদা – আমাদের ক্রেতা, কর্মী এবং অংশীদারদের প্রতি।
ইসলামী নৈতিকতা – যা আমাদের প্রত্যেক কার্যক্রমে প্রতিফলিত হয়।
নিরবিচারে উন্নয়নচেষ্টা – ডিজাইন, মান এবং সেবায় সবসময় আরও ভালো করার চেষ্টা।